সারা দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের প্রাণ গেছে; হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ২৬৯ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৪২৩ জনে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের বুলেটিনে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে চারজন, ঢাকা দক্ষিণ সিটিতে একজন ও বরিশাল বিভাগের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।

চলতি অক্টোবর মাসের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু হয়েছে। তার আগে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে অগাস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে এইডিস মশাবাহিত এই রোগে। মার্চ মাসে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

পূর্ববর্তী নিবন্ধভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ
পরবর্তী নিবন্ধদুদকের মামলায় সস্ত্রীক আসামি হচ্ছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান