সারগাম সঙ্গীত পরিষদের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী, গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৭ জানুয়ারি নগরীর একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সারগাম সভাপতি মো. ইলিয়াছ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আবদুল মান্নান রানা। বিশেষ অতিথি ছিলেন স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের সভাপতি মানস শেখর, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির অর্থ ও মানব সম্পদ বিভাগের পরিচালক নাজনীন সুলতানা এবং সারগাম উপদেষ্টা নারায়ণ চন্দ্র দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন বেহালা শিল্পী প্রিয়তোষ বড়ুয়া এবং মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোকসানা হায়দার রলি। অরুণা দাশ ন্যান্সির সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সারগাম সংগীত পরিষদের পরিচালক আব্দুল হালিম। প্রধান অতিথি বলেন, যে জাতি পরাধীনতার শৃঙ্খল ছিড়ে মাতৃভূমিকে মুক্ত করতে অস্ত্র হাতে গান গাইতে গাইতে জীবন দিতে পারে, সে জাতির প্রাণ প্রবাহে সঙ্গীত যে কতো শক্তিমান তা বলার অপেক্ষা রাখে না। সারগাম সঙ্গীত পরিষদ সঙ্গীতের সেই প্রাণশক্তিতে বলীয়ান হয়ে ২৭ বছর ধরে পথ চলছে। জাতি গঠনে সঙ্গীত যে অবদান রাখে, মুক্তিযুদ্ধের চেতনায় সারগাম সেই ভূমিকা রাখবে। ১ম পর্বে ছাত্র–ছাত্রীদের অংশগ্রহণে একটি সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী হোসেন শাহ্ এবং অনিন্দিতা শেখর চৈতী। কৃতী সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয় লাবণ্য নাথ ও নুযাত তাসনিম সুকন্যাকে। প্রেস বিজ্ঞপ্তি।












