সাময়িক হিসাবে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। গতকাল বৃহস্পতিবার শেরে–বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
চলতি ২০২২–২৩ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়। বিশ্ব ব্যাংক আভাস দিয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশ ৫ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে। খবর বিডিনিউজের।
গত ২০২১–২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল। সেদিক থেকে চলতি অর্থবছর প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি কমে গেছে ১ শতাংশ পয়েন্টের বেশি। দেশে মাথাপিছু আয় নিয়ে এক প্রশ্নে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, চলতি মাথাপিছু আয় টাকার হিসাবে বাড়লেও ডলারের হিসাবে কিছুটা কমেছে। তবে কোনো অংক তিনি বলেননি।
২০২১–২২ অর্থবছরে প্রাথমিক হিসাবে দেশে মাথাপিছু আয় ২৮২৪ ডলার দেখিয়েছিল সরকার। পরে ইউক্রেনে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে ডলারের দাম বেড়ে যাওয়ায় সেই হিসাব সংশোধন করে মাথাপিছু আয় ২৭৯৩ ডলার করা হয়।