দেশজুড়ে সামপ্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগ ঘোষিত সমপ্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা চট্টগ্রামে পালন করা হয়েছে। মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ পৃথকভাবে কর্মসূচি পালন করে। মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোভাযাত্রাটি কাজির দেউড়ি মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকাল ৩টায় আন্দরকিল্লা সংগঠন কার্যালয় থেকে সমপ্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা বের হয়। এর আগে সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। তিনি বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাস ভূমি। এই দেশ সকল ধর্মের মানুষের। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। এদের প্রতিহত করতে হবে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন ও জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, নুরুল আবছার চৌধুরী, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নাছির আহমদ, ছিদ্দিক আহমদ বিকম, মাহবুবুর রহমান শিবলী, রাশেদ মনোয়ার, নুরুল হাকিম, মো. জোবায়ের, চৌধুরী মো. গালিব সাদলী, শামীমা হারুন লুবনা, আতিকুর রহমান চৌধুরী, আতাউল করিম আতিক, দিদারুল আলম, সুরেশ দাশ, জান্নাত আরা মঞ্জু, রেহেনা আক্তার কাজেমী, খালেদা আক্তার চৌধুরী, কাজী শারমিন সুমী, নাসরিন সুলতানা, কামেলা খানম রূপা, এস এম বোরহান উদ্দিন ও মো. আবু তাহের।
উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগের সমপ্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা গতকাল বিকালে দোস্ত বিল্ডিং চত্বর থেকে বের হয়। সমপ্রীতি সমাবেশে সভাপতি বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, স্বাধীনতার চেতনা বিরোধী একটি মহল দেশের সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টে পরিকল্পিতভাবে একের পর এক ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। প্রতিটি পাড়া মহল্লায় এসব সামপ্রদায়িক দুস্কৃতকারীদের প্রতিহত করার জন্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, মহিউদ্দিন বাবলু, জাফর আহমেদ, কামরুল ইসলাম চৌধুরী, বেদারুল আলম চৌধুরী বেদার, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, মেজবাউল আলম লাভলু, আবু তালেব, আ স ম ইয়াছিন মাহমুদ, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মো সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী, সাহেদ সরওয়ার শামীম, মো. ইসমাঈল, দিলোয়ারা ইউসুফ, বাসস্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আকতার নিশু, রুমানা নাসরিন, উম্মে হাবিবা, জুবাঈদা সরওয়ার নিপা, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।
মহানগর যুবলীগ : মহানগর যুবলীগের শান্তি ও সমপ্রীতি র্যালি গতকাল বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। আন্দরকিল্লা মোড়ে র্যালিপূর্ব সমাবেশ মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু সভাপতিত্বে ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহম্মদ, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, হাবিবুল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, ছালেহ আহমদ দীঘল, আবদুর রাজ্জাক দুলাল, আসহাব রসুল চৌধুরী জাহেদ, আবদুল আউয়াল, আবদুল আজিম, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, রতন কুমার মল্লিক, শেখ নাছির আহম্মদ, নাজমুল হাসান সাইফুল, সনৎ বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিকী, দেলোয়ার হোসেন দেলু, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, সরোয়ার খান, সাইফুর রহমান রাজু, কাজী রাজেশ ইমরান, মোহাম্মদ কফিল উদ্দিন, কাজল প্রিয় বড়ুয়া, ইশতিয়াক আহমেদ চৌধুরী সাজিদ, হোসেন সরোয়ারর্দী, মো. শওকত আলী, মান্না বিশ্বাস, মো. আতিক উল্লাহ, শাহীন সরোয়ার, মো. শফি, অমল সেন, মো. শফি, আবদুল ওয়াজেদ খান রাজীব, সাইমুম হোসেন ভোর, মো. সালাহ উদ্দিন প্রমুখ।
দেবাশীষ পাল দেবু : দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে গতকাল বিকাল ৩টায় পুরাতন স্টেশন মাঠ প্রাঙ্গণ থেকে শান্তি ও সমপ্রীতি মিছিল বের হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু ও সঞ্চালনায় ছিলেন প্রফেসর নুরনবী পারভেজ। বক্তব্য রাখেন মো. নায়েবুল ইসলাম ফটিক, রঞ্জিত কুমার শীল, সাজ্জাদ হোসেন চৌধুরী পাভেল, মো. লোকমান হোসেন, আবদুল্লা আল মামুন, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদুল হক মার্শাল, মো. ইকবাল হোসেন, মো. রাশেদ, জাহিদ হোসেন খোকন, মো. ইসমাইল, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ সুমন, কাজী মো. আরিফ, মাকসুদুর রহমান জিকু, মো. বেলাল হোছাইন, মো. শাহজাহান বাপ্পি, রবিউল ইসলাম তানিম, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, মো. সাজিবুল ইসলাম সজিব, যুবায়ের হোসেন অভি, মো. এমরান হোসেন, মো. শরীফ, ফরহাদ আবদুল্লাহ, মো. সালাউদ্দিন বাবর, মো. রমজান আলী, আবু নাছের জুয়েল, মনিরুল হক মনির, নুর ইসলাম রাসেল, মাহমুদুর রহমান বাপ্পি, মো. জুয়েল, আরমান, মনির, রতন কান্তি দাস, আব্দুল মমিন রাজু, আজাদ খান, জয় বাদশা, আলী নুর, মো. সাদ্দাম, মারুফুল ইসলাম, মো. ফয়সাল প্রমুখ।
পটিয়া : পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা গতকাল অনুষ্ঠিত হয়। কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাদায় চন্দ্র নাথের সভাপতিত্বে ও কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল কাসেম আকাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী।
উপস্থিত ছিলেন আবু সুফিয়ান টিপু, সাহাবুদ্দীন চৌধুরী, নাছির উদ্দীন, মোহাম্মদ কোরবান আলী, আসহাব উদ্দীন, জসিম উদ্দীন, নুরুল ইসলাম চৌধুরী, ঈসা খান, শফর আলী চৌধুরী, এম বেলাল চৌধুরী, মোহাম্মদ মহসিন, জসিম উদ্দীন, আহম্মদ নুর, দিদারুল আলম, ডা. রফিক, আবুল কালাম, নজরুল ইসলাম খোকা, কে এম আজমগীর টিপু, শফিউল আলম নিজামী, আবু তাহের মেম্বার, হাসেম কোম্পানি, নুরুল আমিন, আজম খান, সাইফুল ইসলাম, আলম মেম্বার, হারুন সওদাগর, বাবুল, সাইফুল ইসলাম মামুন, আনোয়র হোসেন মুন্সি, ইসমাঈল ভুট্টো, আব্দুর রহিম, নুরুল ইসলাম নুরু, আমজাদ হোসেন বাদশা, লোকমান, মো. শাহজাহান ও মো. করিম।