জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রীমহল তাদের হীন স্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মত ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক এ গোষ্ঠীকে কোনোভাবেই তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে দেয়া যাবে না। উপাচার্য এ গর্হিত কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।