সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

| মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। খবর বিডিনিউজের।

গত সোমবার মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, . ছাত্তার, সাজু, রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

পূর্ববর্তী নিবন্ধদর্শকের ঢল চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধপালাননি, আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ডন