ইসলামিক ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন, ছাত্র–জনতার রক্তস্নাত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বতীকালীন সরকার গঠিত হলেও অদ্যাবধি জাতীয় জীবনে কোনরূপ সুস্থতা ও স্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে না, বরং সর্বত্রই অনুভূত হচ্ছে এক বিস্ফোরোন্মুখ পরিস্থিতি। স্বল্প সময়ের ব্যবধানেই দৃশ্যমান হয় অসংখ্য বিচার বহির্ভূত খুনের ঘটনা। থামছেই না মসজিদ, মাদরাসা, মাজার ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাংচুর তথা অগ্নিসংযোগের মতো গর্হিত অপরাধ প্রবণতা। এসব গর্হিত কাজ কেবল ছাত্র–জনতার কীর্তিগাঁথাকে প্রশ্নবিদ্ধ করবে তা নয়, বরং দেশের ভাবমূর্তি চরমভাবে ভূলুন্ঠিত হবে নিঃসন্দেহে। এছাড়া প্রশাসনের নাকের ডগায় এসব অযাচিত ঘটনা সংঘটিত হলেও প্রশাসনের নির্বিকার ও নিষ্ক্রিয় ভূমিকা প্রশ্নবিদ্ধ। অতএব, সামাজিক স্থিতিশীলতা সুরক্ষা ও জননিরাপত্তা বিধানে সরকারকে অধিকতর দায়িত্বশীলতাসমেত কার্যকর ভূমিকায় এগিয়ে আসার উপর তিনি গুরুত্বারোপ করেন। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত ৬ অক্টোবর মোমিন রোডস্থ সালমা ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। বক্তব্য রাখেন এম এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, ইলিয়াছ খান ইমু, ডা. হাসমত আলী তাহেরী,মাওলানা মুহাম্মদ মুহীউদ্দীন তাহেরী, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ মাসুদ করিম চৌধুরী,মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
        











