বাংলাদেশের উন্নয়নের এই যাত্রায় দেশের তরুণদের মানবিক কাজের গুরুত্ব অপরিসীম। তরুণরাই আমাদের আগামীর শক্তি। দেশ ও সমাজকে এগিয়ে নিতে সামাজিক কাজে তরুণদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। চট্টগ্রামের কাজির দেউাড় রোটারি সেন্টারে শুক্রবার স্মাইল বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চসিক সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর মির্জা মুহম্মদ শহীদুল্লাহ, মানবাধিকার কমিশনের গভর্ণর আমিনুল হক বাবু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শাহিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ক্রিকেট টিমের পরিচালক ইঞ্জি.মশিউর জামান সিদ্দিক পাবেল, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা সদস্য সচিব কামরুল পাবেল, পরিচালক নজরুল ইসলাম জয়। সভাশেষে মো. সাইফুল ইসলাম কে সভাপতি ও রাশেদ চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।