পৃথিবীতে মানুষ হিসেবে যখন জন্ম নিয়েছি রোগ ব্যাধি সঙ্গে নিয়ে এসেছি। অর্থাৎ সকলের শরীরে রোগ ব্যাধি ছিল আছে এবং থাকবে। রোগ ব্যাধি নিয়ে আমাদের বসবাস। এটাই চির সত্য। কিন্তু ইদানীং সর্বত্র যেভাবে সমাজে অশুভ রোগ ছড়িয়েছে তা অকল্পনীয়। ডাক্তার দিয়ে মানুষের শরীরের রোগ সারানো যায় কিন্তু এই অশুভ শক্তি সামাজিক রোগ কীভাবে সারানো যাবে। ক্যান্সারের মত ডানাপালা ছড়াছে খুব দ্রুত। বতর্মানে সমাজের রন্দ্রে রন্দ্রে যে সকল কর্মকাণ্ড চলছে তা চলতে থাকলে আমাদের এবং দেশের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে!
শ্রদ্ধা সৌভ্রাতৃত্ববোধ সহনশীলতা নীতিবান এবং জবাবদিহিতার মধ্য দিয়ে একে অন্যের শান্তিপূর্ণ সহাবস্থানের সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে তখনই দেশ এবং মানুষের পরিবর্তন ঘটেছে বলে মনে করা যাবে। দেশে বতর্মানে অপ্রত্যাশিত কিছু কলংকিত ঘটনাপ্রবাহ দেশের মানসম্মানে আঘাত এনেছে তা নিয়ে লজ্জিত জনগণ। আশা করবো দেশ অগ্রগতির পথে আগামীতে যেন অগ্রহণযোগ্য কাজগুলো পুনরাবৃত্তি না হয় তার জন্য সকলের সচেতন থাকতে হবে। হিংসা বিদ্ধেষ লোভ রাগ ভুলে গিয়ে এই মুহূর্তে শান্তি শৃঙ্খলা বন্ধুত্বপূর্ণ আচরণ মানবতার চেতনা নিয়ে উজ্জীবিত হয়ে দেশের স্বার্থে এগিয়ে আসতে হবে সকলের। প্রত্যেকের মানসম্মানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, দেশের সম্পদের প্রতি সচেতন হওয়া নিতান্তই প্রয়োজন।