সামশুল হক চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

নেতাকর্মীদের মতবিনিময়ে ঘোষণা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড় এলাকার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরগণ। সভায় তারা সামশুল হক চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।

সভায় বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, জেলা আওয়ামীলীগ নেতা বিজন চক্রবর্তী, আবু সালেহ চৌধুরী, গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ঈমান, বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী, উপজেলা আ.লীগ নেতা আবদুল খালেক, মো. সেলিম চেয়ারম্যান, আবদুল্লাহ আল হারুন, জীতেন কান্তি গুহ, আলমগীর খালেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, এম এজাজ চৌধুরী, বেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, ফৌজুল কবির কুমার, শাহাদাত হোসেন সবুজ, মাহবুবুল হক চৌধুরী, আবদুর রাজ্জাক, পৌরসভার প্যানেল মেয়র রুপক কুমার সেন, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, শেখ সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, উপজেলা আ.লীগ নেতা নাছির উদ্দীন, সাইফুল ইসলাম, আবু তৈয়ব, সাহাব উদ্দিন, জসিম উদ্দিন, নুরুল হুদা, মইনুল হক রাশেদ, শফিউল আলম বাদশা, উৎপল সরকার রাজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, রিটন নাথ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সামশুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সম্পাদকের মধ্যে মৃদুল নন্দী, শফিকুল ইসলাম বাবুল, নুরুল ইসলাম বাচা, আবুল হাসান খোকন, মো. মুছা, মাহফুজুল হক হাফেজ, অসিত বড়ুয়া, মাধাই চন্দ্র নাথ, হাজী ওসমান গনি, ওসমান আলমদার, শহীদুল ইসলাম জুলু, অঞ্জন বিশ্বাস, সৌমেন চক্রবর্তী, নুরুল আবছার, বদিউল আলম তুষার, মাহবুবুল কবির, হুমায়ুন কবির, সাবেক কাউন্সিলর খোরশেদ গনি, আবু ছৈয়দ, আবদুল মন্নান, পৌরসভা আ.লীগ নেতা সনজীব কুমার দাশ, গফ্‌ফারুল বশর মনু, হায়দার আলম, শহীদ, নাজমুল সাকের ছিদ্দিকী, ইউপি মেম্বার সমিতির নেতা আবুল হাসেম, শওকত আকবর, ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, গিয়াস উদ্দিন সাব্বির, আবদুল হান্নান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সামশুল হক চৌধুরী পটিয়ার মাটি ও মানুষের পাশে থেকে ১৫ বছরে সাড়ে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। আমরা সামশুল হক চৌধুরীর সঙ্গে আছি।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নামবে টাইগাররা
পরবর্তী নিবন্ধএ বছর ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়াল