সামপ্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

উদীচী জেলা সংসদের সভা

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের কার্যনির্বাহী কমিটির সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নেন, সুনীল ধর, জয়তী ঘোষ, শ্যামল ধর, অপর্না চৌধুরী, জয়শ্রী মজুমদার লাকী, গৌতম দত্ত, সীমা দাশ, অনিন্দিতা দেবনাথ, রতন সরকার, মৃত্যুঞ্জয় দাশ প্রমুখ। সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং পহেলা বৈশাখ উদযাপন, মহান মে দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা সামপ্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে সকল শ্রেণী, পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধড. মাহমুদ হাসান আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন