সামনের দুই সফরে পাকিস্তানের প্রধান কোচ হাফিজ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

অধিনায়কত্বে রদবদলের পর কোচিংয়েও পরিবর্তন আনল পাকিস্তান। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ হাফিজকে এবার বসানো হলো আরও গুরুত্বপূর্ণ পদে। সামনের দুই সিরিজে প্রধান কোচ হিসেবে কাজ করবেন দেশটির সাবেক এই অধিনায়ক। তিন সংস্করণে বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর শান মাসুদ ও শাহিন শাহ আফ্রিদিকে করা হয় নতুন দুই অধিনায়ক। তখন টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় হাফিজকে। যা এত দিন ধরে পালন করছিলেন মিকি আর্থার। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কার্যত টিম ডিরেক্টর ও কোচের কাজ একই হওয়ায় পদ দুটি একীভূত করার কথা ভাবছে পিসিবি। ডিসেম্বরজানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাফিজ। চলতি বছর শুরুর আগেও টিম ডিরেক্টর হিসেবে আলাদা কোনো পদ ছিল না পাকিস্তানের ক্রিকেটে। নাজাম শেঠি পুনরায় বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর দলের ওপর নিজের নজরদারি ঠিক রাখার লক্ষ্যে মূলত আর্থারকে বসান এই দায়িত্বে। আর্থার এই পদে কাজ শুরুর পর দেখা যায়, প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নের সঙ্গে তার কাজের দৃশ্যত তেমন কোনো পার্থক্য নেই। তাই এখন বছরের শুরুতে নতুন তৈরি করা টিম ডিরেক্টর পদটি বাতিল করার পথেই হাঁটছে পিসিবি। হাফিজকে টিম ডিরেক্টর ও প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার পর এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর্থার ও ব্র্যাডবার্ন তাহলে কোন পদে কাজ করবেন? এ বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে পিসিবি জানিয়েছে, সময়মতো তাদের নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে দুজনের কেউই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন না। এর আগে কোনো পর্যায়ে কোনো দলেরই কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার। সরাসরি নিজ দেশের জাতীয় দল দিয়েই শুরু হচ্ছে তার কোচিং অধ্যায়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাই পর্বে একই দিনে আর্জেন্টিনা-ব্রাজিলের হার
পরবর্তী নিবন্ধআবুরখীল খেলোয়াড় সমিতির ফুটবল অনুশীলন উদ্বোধন