সামনে এগোনোই বুদ্ধিমানের কাজ

ওমর ফারুক | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

নতুন বছর এসেছে এতে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কিছু নেই। কারণ নতুন বছরের আগমন মানে শুধু আরেকটি ক্যালেন্ডার পাতা উল্টে যাওয়া নয় এর অর্থ আমাদের জীবন থেকে আরও একটি বছর হারিয়ে যাওয়া। সময় আমাদের জন্য থেমে থাকে না, বরং নিঃশব্দে আমাদের বয়স, সুযোগ আর ভুলগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়। তাই নতুন বছর উদযাপনের চেয়ে বেশি প্রয়োজন পুরোনো বছরের হিসাব নেওয়া। সময়কে গুরুত্ব দিয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে নব্য বছরে আবারো লুপ পদ্ধতিতে সমুদ্রের তলদেশে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সময় তার নিজস্ব গতিতে বহমান। কোনো আবেগ, উৎসব বা দুঃখে সময় থামে না। বছর বদলালেও মানুষের ভেতরের অসচেতনতা, নিজের ওপর জুলুম আর নিজের সিদ্ধান্তে সৃষ্ট ক্ষতগুলো থেকে যায়। চিহ্নিত হয়ে রয় জীবনের ইতিহাসের পাতায় যা ফিনফিনে কষ্ট দেয় হৃদয়ে। আর মস্তিষ্ক ক্ষত হয়ে পানির ঢল সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন জীবন অতিবাহিত করতে হয়। তাই নতুন বছর মানেই নতুন জীবন নয়; নতুন জীবন তৈরি করতে হয় নিজের ভেতরের ভুলগুলো চিনে নিয়ে। পূর্বের বেহাল সময়গুলোকে অস্বীকার না করে, সেগুলো থেকে শিক্ষা নিয়েই সামনে এগোনোই বুদ্ধিমানের কাজ।

পূর্ববর্তী নিবন্ধশীত উৎসব
পরবর্তী নিবন্ধজুম্’আর খুতবা