অর্থ পাচারসহ দুর্নীতির নানা অভিযোগের অনুসন্ধান সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীর ও তাদের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞার পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র স্থগিত করা হয়েছে। ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব গতকাল রোববার এসব আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। খবর বিডিনিউজের।
সাবের হোসেনের পরিবার : সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার স্ত্রী রেহানা চৌধুরী, দুই ছেলে হামদান হোসেন চৌধুরী ও আরাজ আলম চৌধুরী এবং দুই মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান। আবেদনে বলা হয়, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর–অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে দেশে ও কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হতে পারে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
গত বছরের ৬ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে অঅটকের পর ৬ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ৮ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি।
নিজাম হাজারীসহ ১০ জন : ফেনী–২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, তার স্ত্রী নুরজাহান বেগমসহ ১০ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন–স্নিগ্ধা ওভারসিজের শেখ আব্দুল্লাহ ও এম আমিরুল ইসলাম, ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, মেসার্স ইউনিক ইস্টার্ন (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহা. নুর আলী, অংশীদার নাছির উদ্দিন আহমেদ ও খোন্দকার শওকত হোসাইন, সাবেক কাউন্সিলর মো. শফিকুল ইসলাম এবং বিএনএস ওভারসিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ সৈকত। আবেদনে বলা হয়, মালয়েশিয়ার শ্রম বাজারের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থ পাচার সংক্রান্তে আনা অভিযোগের অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমণে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
চুমকির স্বামী : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্বামী বাংলাদেশ পেট্রোলিয়াম এন্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তার এনআইডি স্থগিতের আদেশ দিয়েছে আদালত। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আল–আমিন এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, মাসুদুর রহমানের বিরুদ্ধে স্ত্রী মেহের আফরোজ চুমকির ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ ভোগ দখলে রাখা এবং তা অর্জনে সহায়তা করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।