সাবেক সচিব ড. নজরুল ইসলামের ইন্তেকাল

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আনোয়ারার কৃতী সন্তান, সাবেক সচিব ড. নজরুল ইসলাম (৮৭) গত ১৮ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। ওইদিন ঢাকায় তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত, তিনি পেট্রোবাংলা ও স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির নির্বাহী কমিটির চেয়ারম্যান, বুয়েটের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল এবং পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংগীতা চৌধুরী
পরবর্তী নিবন্ধকোনো সভ্য সমাজ আইনের শাসন ছাড়া কল্পনা করা যায় না