চট্টগ্রাম দরবার শরীফের আয়োজিত ২০তম মহাত্মা সম্মেলন উপলক্ষে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমকে সমাজসেবায় অবদানের জন্য ‘রাহে ভান্ডার এনোবল এ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন রাহে ভান্ডার তরিকার গ্রান্ড শায়েখ আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের হাতে ‘রাহে ভান্ডার এনোবল এ্যাওয়ার্ড’ তুলে দেন। এ সময় মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, জিএম নিপুর চৌধুরী, আলহাজ্ব রাসুল হক, শাহজাদা সাইফুল আলম নাইডু সহ অন্যরা উপস্থিত ছিলেন। ‘রাহে ভান্ডার এনোবল এ্যাওয়ার্ড’ গ্রহণকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহর রসূল অলি আউলিয়াদের প্রতি যাদের সর্বোচ্চ ভক্তি, শ্রদ্ধা আছে তারাই প্রকৃত সুন্নিয়তের খাদেম। তিনি পবিত্র ইসলামের খেদমতে যার যার অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।