সাবেক মেয়র রেজাউলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চসিকের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, তার মেয়ে ও ভাইসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এম সাইফুদ্দিন সৈয়দ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। তিনি কৃষক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং নগরীর খুলশী থানা এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে তিনি মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন চসিকের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, তার মেয়ে সাবিহা তাসনিম তানিম, ভাই নুরুল করিম চৌধুরী, নগরীর বহদ্দারহাট এলাকার বহদ্দার বাড়ির বাসিন্দা মাহমুদুর রহমান চৌধুরী মান্না, নজরুল ইসলাম অপু ও চান্দগাঁও থানার বারইপাড়ার বাসিন্দা টিপু রহমান।

মামলার আবেদনে বলা হয়, বাদী সাইফুদ্দিন সৈয়দ নগরীর বহদ্দার বাড়ি এলাকায় ২০১৭ সালে একটি জমি কেনেন। শুরুতে ওই জমিতে থাকা সেমিপাকা একটি দোকান আসামি মাহমুদুর রহমান চৌধুরী মান্না এবং পরে আরেকটি সেমিপাকা দোকান অন্য আসামি টিপু রহমান ভাড়া নেন। আগে তারা ঠিকমত দোকান ভাড়া দিলেও রেজাউল মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিত ভাড়া দিচ্ছিল না। এরপর মেয়র রেজাউল ওই জমির দেয়াল ভেঙে জমিটি দখলের চেষ্টা করেন। ওই ঘটনার পর উকিল নোটিশ পাঠালে রেজাউল জমিটি ক্রয়ের প্রস্তাব দেন। কিন্তু মার্কেট নির্মাণ করবেন জানিয়ে বাদী তাতে রাজি হননি। মূলত এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা যোগসাজসে জমি দখলের চেষ্টা করেন। এতে সফল না হয়ে হত্যার হুমকি দিয়ে বাদীর কাছ থেকে জোরপূর্বক দলিলে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়। পাশাপাশি প্রতারণামূলকভাবে তার কাছ থেকে ৩ কোটি ১৩ লাখ টাকা আত্মসাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধছিনতাই মামলাটি নিষ্পত্তি হয়নি ২৩ বছরেও
পরবর্তী নিবন্ধজন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ইস্যুসহ নাগরিক সেবা দেবেন ১৩ কর্মকর্তা