সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আর নেই

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ৭:২৮ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারের জুনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মওদুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বাংলানিউজ
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মওদুদ আহমদ। সঙ্গে আছেন তার স্ত্রী হাসনা মওদুদ।
গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যা সহ হৃদরোগে আক্রান্ত হয়ে মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।
গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন এই বিএনপি নেতা।
ব্যারিস্টার মওদুদ আহমদ ১৯৪০ সালের ২৪ মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত বাঁশখালীর যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপেকুয়ায় ট্রাক চাপায় ২ শিশু গুরুতর আহত