বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বক্তারা বলেছেন, আবদুল্লাহ আল নোমান সব ভালো কাজের সাথে ছিলেন। তিনি কখনো অশুভ শক্তির সাথে আঁতাত করে চলেননি। স্বাধীনতার পক্ষে ভাসানির আদর্শকে তিনি ধারন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জিয়াউর রহমানের সাথে তাঁর ছিলো ঘনিষ্ট সম্পর্ক। ভাসানির ন্যায় তিনিও কখনো দিল্লির দাসত্ব মেনে নেয়নি।
বক্তারা বলেন,স্বৈরাচারি হাসিনা সরকারের বিরুদ্ধে যে শক্তিগুলো লড়াই করেছিল তারা আজকে বিভক্ত হয়ে পড়েছে। ঐক্যকে সুদৃঢ় করতে সব দ্বিধা দ্বন্দ্বকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বক্তরা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেয়ার দাবি জানান।
গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডস্থ শিশুকাল্যাণ পরিষদ হলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম।গণতান্ত্রিক ঐক্যের সদস্য সচিব শিবুকান্তি দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ১২ দলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাস,ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, কালাম ফয়েজি। বক্তব্য রাখেন ভাসানি জনশক্তি পার্টির সহ প্রচার সম্পাদক মেহেদি হাসান তালুকদার। আবদুল্লাহ আল নোমানের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জয়নাল আবেদীন জামাল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।











