সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

ভূয়া এফডিআর রশিদ সরবরাহ করে উক্ত এফডিআরের সমপরিমাণ টাকা চেক গ্রহণ পূর্বক নগদায়নের মাধ্যমে আত্মসাতের দায়ে ইস্টার্ন ব্যাংক চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবিরের (বরখাস্তকৃত) বিরুদ্ধে মামলা করেছে দুদক। তিনি নগরীর মাদারবাড়ী এলাকার দারোগারহাটের বাসিন্দা।
গতকাল দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি করেন কার্যালয়ের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-৮) মো. ফখরুল ইসলাম। কার্যালয় সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়, ইফতেখারুল কবির ক্ষমতার অপব্যবহার করে জাল-জালিয়াতি, প্রতারণা পূর্বক কাস্টমারকে ভূয়া এফডিআর রশিদ সরবরাহ করে উক্ত এফডিআরের সমপরিমাণ ১৩ লাখ ৫০ হাজার টাকা চেক গ্রহণ পূর্বক নগদায়নের মাধ্যমে আত্মসাৎ করেছেন। দুদক কার্যালয় সূত্র জানায়, জাল-জালিয়াতি, প্রতারণা করে অর্থ আত্মসাতের এ ঘটনায় মো. ইফতেখারুল কবিরের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/ ৪২০/ ৪৬৭/ ৪৬৮/ ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫/২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ সেফ হোমে পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধসমমনা পরিষদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন