সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর আর নেই

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসেন আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২ ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন তিনি। এর মধ্যে তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার পরিববর্তন হয়নি। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাকে পটুয়াখালী নিজ বাড়িতে দাফন করা হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আ খ ম জাহাঙ্গীর হোসেন আশির দশকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আওয়ামী লীগের ৯৬ মেয়াদের সরকারের সময় তিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচনে জয়ের জন্যই মাঠে নেমেছে বিএনপি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে সাইফ পাওয়ারের সম্পর্ক অটুট থাকবে