নগরীর জামালখানের প্যাসিফিক টাওয়ারের বাসিন্দা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল গফুর ও তার স্ত্রী মনোয়ারা বেগমের স্থাবর–অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি উক্ত সম্পদের দেখভালের জন্য রিসিভারও নিয়োগ করা হয়েছে। গতকাল চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
দুদক জানায়, সাবেক এ পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। উক্ত অনুসন্ধানে আব্দুল গফুরের নামে ৫৬ লাখ ২৯ হাজার ২১৪ টাকার এবং তার স্ত্রী মনোয়ারা বেগমের নামে ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ৩৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তাদের নামে আরো নামে–বেনামে সম্পদ থাকতে পারে এমনটা প্রতিয়মান হয়েছে। দুদক আরো জানায়, গোপনসূত্রে জানা গেছে, এ দম্পত্তি তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মধ্য থেকে ৮৭ লাখ ৪ লাখ ৪৩৬ টাকার সম্পত্তি বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার অপচেষ্টা করছেন। মামলা হওয়ার পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে নগরীর চান্দগাঁওয়ে থাকা ২ গন্ডা ৩ কড়া জমি ও জেলার সাতকানিয়ায় থাকা ০.৩৯ শতাংশ জমিসহ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮৭ লাখ ৪ লাখ ৪৩৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করে রিসিভার নিয়োগ করা প্রয়োজন হয়ে পড়েছে। এরইপ্রেক্ষিতে আদালতে এ দম্পত্তির স্থাবর ও অস্থাবর সম্পদ (বসবাসের স্থান ব্যতিত) ক্রোক এবং রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করা হয়েছে জানিয়ে দুদক পিপি মোকাররম হোসেন দৈনিক আজাদীকে বলেন, শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল গফুর ও তার স্ত্রী মনোয়ারা বেগমের গ্রামের বাড়ি জেলার সাতকানিয়ার সামিয়ার পাড়ায়।












