সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ গতকাল সোমবার এক বার্তায় বলেছে, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়। খবর বিডিনিউজের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মধুপুরে মিছিলে হামলার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান ওই মামলা করেন।