টেকনাফের নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নুরুল হোছাইন টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার মৃত আমির হোছাইনের পুত্র এবং সাবেক এমপি আবদুর রহমান বদির নিকটআত্মীয়।
গতকাল সোমবার দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলা নথিভূক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ। এজাহারে, নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলার বাদী রিয়াজ উদ্দিন জানিয়েছেন, নুরুল হোছাইন ও তার ভাই আবদুর রহিমের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ দুদক প্রধান কার্যালয় থেকে বিভাগীয় কার্যালয় হয়ে কঙবাজারে আসে। যার অনুসন্ধান করতে গিয়ে নুরুল হোসাইনকে সম্পদের হিসাব প্রদান করতে বলা হয়। নুরুল হোছাইন ২০১৮ সালের ২৯ নভেম্বর ডাকযোগে সম্পদের হিসাব প্রেরণ করে।
তার দেওয়া হিসেব যাচাই-বাছাইকালে জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে মামলার সুপারিশ জানিয়ে দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়। গত ১৫ নভেম্বর এ ব্যাপারে মামলা করার অনুমোদন পাওয়া যায়। যার প্রেক্ষিতে গতকাল সোমবার মামলাটি করা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ জানিয়েছেন, মামলাটি দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারামতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।