নগরীর নিউ মার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের অভিযোগের একটি মামলায় সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নদভীকে আদালতে হাজির করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি মফিজুল হক ভূইয়া। তিনি আজাদীকে বলেন, নদভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর নগরীর নিউ মার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অনেকে আহত হন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে একজন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে নদভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।