সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরো ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন এরেস্ট) আদেশ দিয়েছে আদালত। ৫ মামলার মধ্যে তিনটি লোহাগাড়া ও দুটি সাতকানিয়া থানার মামলা। গতকাল রোববার সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত আবেদন করা হয়।
জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আজাদীকে বলেন, লোহাগাড়া ও সাতকানিয়া থানার চারটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা ও একটি দণ্ডবিধি আইনের (হত্যা মামলা) মামলায় নদভীকে গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
গত ১৫ ডিসেম্বর নদভীকে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের একাধিক থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রথমে ঢাকার লালবাগ থানায় দায়ের হওয়া ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।