বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি এড. মফিজুল হক ভূইয়া জনান, কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ৫দিনের রিমান্ড আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।