সাবেক এমপি এম এ লতিফ দুই দিনের রিমান্ডে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

আওয়ামী সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বন্দরপতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন কোতোয়ালী থানার একটি মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে এম এ লতিফকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি মফিজুল হক ভূইয়া আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত এম এ লতিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতসূত্র জানায়, আওয়ামী সরকার পতনের আগের ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয় তাফহীমুল ইসলাম নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালী থানায় ৭৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে এম এ লতিফও আসামি।

আদালতসূত্র আরো জানায়, আওয়ামী সরকার পতন পরবর্তী গত ১৭ আগস্ট নগরীর বায়েজিদ এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। তিনি নগরীর ডবলমুরিং, চান্দগাঁও ও কোতোয়ালী থানায় দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার আসামি।

পূর্ববর্তী নিবন্ধব্যক্তি স্বার্থে আইসিটি খাতে নেওয়া হয় হাজার কোটি টাকার প্রকল্প
পরবর্তী নিবন্ধহালদায় ভেসে উঠল ৪৩তম মৃত ডলফিন