সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ মঙ্গলবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। দুই দলের ম্যাচের ফলটা ঠিক করে দেবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেমিফাইনালে কে কার মোকাবিলা করবে। বাংলাদেশ ও ভারতের ম্যাচটি শুরু হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বিকেল পৌনে ৬টায়। গ্রুপ পর্বে দুই দলই দুটি করে ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পেয়েছে। তবে ভারত গোল গড়ে টেবিলের শীর্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ভারতের ড্র করলেই চলবে, বাংলাদেশকে জিততে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালে নেপালকে না পাওয়ার সম্ভাবনা থাকবে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে ৫ আসরের চ্যাম্পিয়ন ভারত। এই টুর্নামেন্টে বাংলাদেশ এখনও ভারতের বিপক্ষে জিততে পারেনি। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমরা নতুন করে ভালো কিছু করার জন্য এখানে এসেছি। মেয়েরা ভালোভাবে শুরু করেছে। আশা করি, মেয়েরা কালকে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলবে এবং ভালো কিছু নিয়ে আমরা মাঠ ছাড়বো। আমরা সবাই জানি ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো দল। তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। তবে আমাদের মেয়েরাও এখন অনেক অভিজ্ঞ হয়েছে। কালকে দশরথ স্টেডিয়ামে মেয়েরা ভালো ফুটবল খেলবে সেটা দেখার অপেক্ষায় আছি।’
নিজেদের প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। এখন ভারতের বিপক্ষে ভালো খেলতে পারলে আমাদের আত্মবিশ্বাসও বেড়ে যাবে। আমরা চাইবো এই ম্যাচ থেকে ভাল কিছু নিয়ে ফেরা।’