মেয়েদের ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইটা চলল শেষ পর্যন্ত। নিজেদের শেষ ম্যাচেও হ্যাটট্রিক উপহার দেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার। বসুন্ধরা কিংসের আরেকটি বিশাল ব্যবধানে জয়ের দিনে সতীর্থ সাবিনাকে দুই গোলে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতা হলেন কৃষ্ণা। গতকাল সোমবার নিজেদের শেষ ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমিকে ১৬-০ গোলে উড়িয়ে দেয় কিংস। সাবিনা ৬টি, কৃষ্ণা ৪টি, স্বপ্না ৩টি করে গোল করেন। একটি করে গোল শামসুন্নাহার জুনিয়র, সুমাইয়া মাতসুশিমা ও মারিয়া মান্ডার। এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা কিংস হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। ১৪ ম্যাচের সবগুলো জিতে ৪২ পয়েন্ট তাদের। ৩৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ ৩৬ পয়েন্ট নিয়ে হয়েছে রানার্স আপ। ২৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুট জিতেছেন কৃষ্ণা। ২৬ গোল নিয়ে তার পেছনে সাবিনা। এবারের লিগে সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজের সোহাগী কিসকু।