সাবিনা ইয়াসমিন এইচডিইউতে

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। গতকাল শনিবার ভোরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তিনি বলেন, শুক্রবার রাতে ইউনাইটেড হাসপাতালে কিছুক্ষণ থেকে সুস্থ হয়ে রাতেই বাসায় ফিরেছিলেন উনি। কিন্তু ভোর রাতের দিকে মাথা ঘুরে ওয়াশরুমে পড়ে যান। তারপরে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকের অবজারভেশনে আছেন। উনি কথা বলতে পারছেন, সেন্সও আছে। দিঠি আনোয়ার বলেন, যেহেতু পরপর দুইদিন একই সমস্যা হয়েছে, তাই দুপুর থেকে উনাকে এইচডিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। উনার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেসার আছে, ভারটিগো আছে। তাই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে ডাক্তার জানিয়েছেন তিনি সুস্থ আছেন। খবর বিডিনিউজের।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুস্থ হয়ে রাতে ফিরলেও ভোর রাতে অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে নিয়ে আসা হয়। এক বছরের বেশি সময় হল গানের মঞ্চে ছিলেন না সাবিনা ইয়াসমীন। দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যান্সার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফিরেছেন তিনি।

শুক্রবার বনানীর একটি হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকবো অনুষ্ঠানে গাইছিলেন এ শিল্পী। গান গাইতে গাইতেই মঞ্চে পড়ে যান। শনিবারও একই মঞ্চে গান করার কথা ছিল সাবিনা ইয়াসমিনের। সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানান দিঠি আনোয়ার।

পূর্ববর্তী নিবন্ধমিরাজের ব্যাটে প্লে অফে খুলনা
পরবর্তী নিবন্ধসুরধ্যানের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান