সাফ জয়ী তিন কন্যাকে নিয়ে রাঙামাটিতে উচ্ছ্বাস, সংবর্ধনা

প্রান্ত রনি, রাঙামাটি | রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাহাড়ের তিন কন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা শুরু হয়ে জেলা শহরের ভেদভেদীআসামবস্তিতবলছড়িদোয়েল চত্বরবনরূপার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে কৃতী ফুটবলারদের বরণ, সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন সংবর্ধনা অনুষ্ঠানের মূল আয়োজক হলেও সহযোগিতায় ছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা পুলিশ। তিন কৃতী ফুটবলারের পাশাপাশি এবার আরও যাদের সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন ফুটবল প্রশিক্ষক ও ফিফা রেফারি জয়া চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, মঘাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরসেন চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের কোচ শান্তিমনি চাকমা, বর্মাছড়ি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ধারশ মনি চাকমা, চেলাছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা ও ফুটবল কোচ সুইহ্লামং মার্মা।

এসময় তিন কৃতী ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকেও প্রতিজনকে ১ লাখ টাকা এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও পৌরসভার পক্ষ থেকে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বড়ুয়া কল্যাণ সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সংবর্ধনা গ্রহণ শেষে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ঋতুপর্ণা চাকমা বলেন, এই বিজয় এক সঙ্গে উদযাপন করতে পারছি, এটা আমাদের জন্য বড় পাওয়া। সবাই আমাদের এভাবে ভালোবেসে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। এর থেকেও বড় বড় বিজয় দেশবাসীকে উপহার দিতে সচেষ্ট থাকব আমরা। মনিকা চাকমা বলেন, আমরা সবসময় চেষ্টা করি দেশের জন্য ভালো কিছু বয়ে আনার। সবার অনুপ্রেরণা ও সহযোগিতায় আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, কৃতী তিন ফুটবলারকে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। তারা রাঙামাটির গর্ব ও অহংকার। তাদের বেশ কিছু অসুবিধার বিষয় আমরা জেনেছি। সেসব সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বরুণ বিকাশ দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

পূর্ববর্তী নিবন্ধটাইগারদের ধাক্কা সামলে ক্যারিবীয়দের প্রতিরোধ
পরবর্তী নিবন্ধনজুমিয়াহাট এলাকায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া