সাফ

মো: হাসিবুল আলম | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

তোমাকে ভালোবাসলেই ভুলে যাই,

আমি ছাড়া তুমি কোথাও কিচ্ছু নাই।

রিকশা প্যাডেল চেইন চাকা

কবিতার বিকেল রাস্তা ফাঁকা

পদ্য ছন্দ হাওয়াই মিঠাই

বাঁকা রাস্তায় সোজা রাস্তায়

আকাশে পাতালে

রিকশা কেবল রিকশা চলে

স্পিড ব্রেকার নিয়ন সাইন

ট্রাফিক কানুন কিংবা ফাইন

কেবল তোমাকে ভালোবাসলে

কোথাও কিচ্ছু নাই

কেউ কোথাও নাই

তোমাকে ভালোবাসলে

ভুল করে ভুল করতে ও ভুল হয়ে যাই!

কী যে সব হয় যা তা।

ভালোবাসলে খেরোখাতা

উলটে সাজে কবিতার পাতা

ভুল সঠিকের হাওয়াই বালাই

তোমাকে ভালোবাসলে

চাঁদের কোন অমাবস্যা নাই।

পূর্ববর্তী নিবন্ধআলাউদ্দিন আল আজাদ : শিল্পচেতনায় দীপ্ত এক সাহিত্যপুরুষ
পরবর্তী নিবন্ধরজনীর শেষ প্রহরে