সাপের ছোবলে কিশোরের মৃত্যু, বাবার নামে মামলা!

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

সাপে কামড়ে ছিল ১১ বছরের কিশোরকে। তা জেনেও বিষয়টিতে তেমন গুরুত্ব দেননি তার বাবা। সঠিক সময়ে চিকিৎসা না করানোয় মৃত্যু হয় ওই কিশোরের। সেই ঘটনায় হত্যার অভিযোগ দায়ের করা হলো তার বাবার নামে। খবর বাংলানিউজের।
ঘটনাটি ২০২১ সালের নভেম্বর মাসের। ওই সময় অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে এক বন্ধুর বাড়িতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন কেরোড ফ্রাহম নামে এক ব্যক্তি। সেখানে তার ছেলে ট্রিস্টিয়ান জানায় যে, তাকে সাপ কামড়েছে। কিন্তু তা জানানোর পরও ফ্রাহম গুরুত্ব দেননি।
যেদিন ওই কিশোরকে সাপ কামড়ায়, সে রাতে বাবার সঙ্গেই ঘুমাচ্ছিল সে। বারবার সে বাবাকে জানায়- তাকে সাপ কামড়েছে এবং সে অসুস্থ বোধ করছে। কিন্তু ছেলের এ কথায় কর্ণপাত করেননি ওই ব্যক্তি। পরের দিন সকালে ওই কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সাপের কামড়ের কথা জানানোর পরও কেন গুরুত্ব দিলেন না ওই ব্যক্তি, এ নিয়ে প্রশ্ন ওঠে। গত ১২ মাস ধরে তদন্ত চালানোর পর গত মঙ্গলবার ছেলের মৃত্যুর জন্য ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের জন্য দক্ষিণ কোরিয়া থেকে গোলা কিনছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধকাবুলের সব পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করল তালেবান