সাপের কামড়ের ক্ষেত্রে করণীয়

| রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৫:৪০ পূর্বাহ্ণ

দংশিত অঙ্গ নড়াচড়া করা যাবে না। পায়ে দংশনেবসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতে দংশনেহাত নড়াচড়া করা যাবে না। হাত পায়ের গিরা নড়াচাড়ায় মাংসপেশীর সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি বা অলংকার বা তাবিজ, তাগা ইত্যাদি থাকলে খুলে ফেলুন। দংশিত স্থানে কাটবেন না, সুঁই ফোটাবেন না, কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যান। আতঙ্কিত হবেন না, রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
পরবর্তী নিবন্ধসাপের কামড় এড়াতে করণীয়