সানোয়ারা আবাসিকে ১১শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

নগরের সানোয়ারা আবাসিক এলাকা থেকে ১১শ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃতরা হলেন মো. খোকন (৩৬) ও মো. শাকিল (২৬)। গতকাল তাদের গ্রেপ্তার করা হয়।

ধৃত খোকন পটিয়া উপজেলার মিরজিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে এবং শাকিল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কামালপুর এলাকার মো. রফিকের ছেলে। চান্দগাঁও থানা ওসি জাহেদুল কবির জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনে শিক্ষার্থী সমাবেশ
পরবর্তী নিবন্ধপাঠানটুলীতে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ