বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আজ। সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। আজকের নির্বাচনে প্রধান দুই দলের প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভোটের মাঠে রয়েছেন ২২৫ জন কাউন্সিলর প্রার্থী।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ড : ফেরদৌস বেগম মুন্নী (আনারস), মোবাশ্বেরা বেগম (বই), রোকসানা বেগম (হেলিকপ্টার), সৈয়দা কাশপিয়া নাহরিন (চশমা)।
সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড : অশ্রু চৌধুরী (বই), জোবাইরা নার্গিস খান (মোবাইল ফোন), মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী (গ্লাস), রোকেয়া বেগম (আনারস), শামসুন নাহার (স্টিল আলমারি), সিরাজুন নুর বেগম (হেলিকপ্টার)।
সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড : জিন্নাতুন নেছা জিনু (গ্লাস), জেসমিন পারভীন জেসী (চশমা), জোহরা বেগম (বই), নুর তাজ বেগম (আনারস)।
সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ড : আবিদা আজাদ (জিপ গাড়ি), ইসমত আরা জেরিন (আনারস), তছলিমা বেগম নুরজাহান (বই), নাদিরা সুলতানা (চশমা), মোছাম্মৎ আয়শা আক্তার (গ্লাস), সখিনা বেগম (মোবাইল ফোন)।
সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ড : আঞ্জুমান আরা বেগম (বই), নবুয়াত আরা সিদ্দিকা (বেহালা), মনোয়ারা বেগম (মোবাইল ফোন), রেজিয়া বেগম (আনারস)।
সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ড : মাহমুদা সুলতানা (মোবাইল ফোন), শামিমা নাসরিন (গ্লাস), মোছাম্মৎ ফারজানা পারভীন (চশমা), শাহীন আকতার রোজী (আনারস), সালেহা বেগম (স্টিল আলমারি)।
সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ড : আনজুমান আরা বেগম (আনারস), পারভীন আক্তার চৌধুরী (চশমা), চৈতী বসু মল্লিক (বই), রুমকি সেনগুপ্ত (হেলিকপ্টার)।
সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড : জিন্নাত সুলতানা (আনারস), নীলু নাগ (মোবাইল ফোন), আলতাজ বেগম বুবলী (চশমা), পম্পি দাশ (বই), আরজুন নাহার মান্না (গ্লাস)।
সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ড : খালেদা বোরহাম (মোবাইল ফোন), গুলজার বেগম রুবি (আনারস), জাহেদা বেগম পপি (স্টিল আলমারি), ফারহানা জাবেদ (জিপ গাড়ি)।
সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ড : জেসমিনা খানম (আনারস), রাধা রানী দেবী (বই), সুপ্তি তলাপাত্র (চশমা), হুরে আরা বেগম (মোবাইল ফোন)।
সংরক্ষিত ১১ নম্বর ওয়ার্ড : কামরুন নাহার লিজা (স্টিল আলমারি), জিন্নাত আরা বেগম (আনারস), বিবি মরিয়ম (চশমা), মিসেস ফেরদৌসি আকবর (বই)।
সংরক্ষিত ১২ নম্বর ওয়ার্ড : আফরোজা জহুর (গ্লাস), শাহিদা খানম (আনারস)।
সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ড : নন্দিতা দাশ গুপ্তা (চশমা), মনোয়ারা বেগম (আনারস), লুৎফুন্নেছা দোভাষ বেবী (গ্লাস)।
সংরক্ষিত ১৪ নম্বর ওয়ার্ড : জাহিদা হোসাইন (আনারস) ও শাহানুর বেগম (গ্লাস)।
সাধারণ ওয়ার্ড’র কাউন্সিলর প্রার্থীরা
১ নম্বর ওয়ার্ড : আহমদ নূর (ঠেলাগাড়ি), কাজল নাথ (লাটিম), গাজী মো. শফিউল আজিম (ঘুড়ি), তৌফিক আহমদ চৌধুরী (ঝুড়ি), মোহাম্মদ ইলিয়াস (টিফিন ক্যারিয়ার), মোহাম্মদ সিরাজুল ইসলাম (মিষ্টি কুমড়া), মো. ইকবাল হোসেন (রেডিও)।
২ নম্বর ওয়ার্ড : মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক্টর), মোহাম্মদ ইয়াকুব চৌধুরী (এয়ারকন্ডিশনার), মো. গিয়াস উদ্দীন ভূঁইয়া (ঠেলাগাড়ি), মো. সাহেদ ইকবাল বাবু (ঝুড়ি)।
৩ নম্বর ওয়ার্ড : মো. শফিকুল ইসলাম (মিষ্টি কুমড়া), ইলিয়াস আহমদ লেধু (ঝুড়ি), কফিল উদ্দিন খান (ট্রাক্টর), মুহাম্মদ ইকবাল (টিফিন ক্যারিয়ার), মোহাম্মদ ইলিয়াছ (ঠেলাগাড়ি), মোহাম্মদ মোরশেদ হোসেন (লাটিম), মো. আবুল কালাম (করাত), মো. আমির হোসেন (রেডিও), মো. জসিম উদ্দীন (কাঁটা চামচ), মো. সেলিম উদ্দিন (ঘুড়ি)।
৪ নম্বর ওয়ার্ড : জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ (লাটিম), নাছির উদ্দিন (এয়ারকন্ডিশনার), মাহবুবুল আলম (মিষ্টি কুমড়া), মোহাম্মদ আনিসুর রহমান (রেডিও), মো. ইউছুফ (ঝুড়ি), মো. এসরারুর হক (ঘুড়ি). মো. সাইফুদ্দিন খালেদ (টিফিন ক্যারিয়ার), মো. সাইফুল্লাহ খাঁন (ব্যাডমিন্টন র্যাকেট)।
৫ নম্বর ওয়ার্ড : মুহাম্মদ রাশেদুল ইসলাম (ব্যাডমিন্টন র্যাকেট), মোহাম্মদ আইয়ুব আলী চৌধুরী (ঠেলাগাড়ি), মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন (ঘুড়ি), মো. আজম (মিষ্টি কুমড়া) ও মো, ইব্রাহিম হোসেন (লাটিম)।
৬ নম্বর ওয়ার্ড : এম আশরাফুল আলম (ঘুড়ি) ও মুহাম্মদ হাসান লিটন (রেডিও)।
৭ নম্বর ওয়ার্ড : মুহাম্মদ ইস্কান্দর মির্জা (ঘুড়ি), মো. এয়াকুব (মিষ্টি কুমড়া), মো. মোবারক আলী (টিফিন ক্যারিয়ার), মো. শামীম (ঠেলাগাড়ি)।
৮ নম্বর ওয়ার্ড : মোহাম্মদ মহসীন (টিফিন ক্যারিয়ার), মো. আবুল হাসান সুমন (ঘুড়ি), মো. মোরশেদ আলম (লাটিম), হাসান চৌধুরী (রেডিও)।
৯ নম্বর ওয়ার্ড : আব্দুস সাত্তার সেলিম (লাটিম), নুরুল আবছার মিয়া (রেডিও), মোহাম্মদ জহুরুল আলম জসিম (মিষ্টি কুমড়া), মোহাম্মদ ফজলে আজিম দুলাল (ঘুড়ি)।
১০ নম্বর ওয়ার্ড : নিছার উদ্দিন আহমেদ (মিষ্টি কুমড়া), মনোয়ার উল আলম চৌধুরী (লাটিম), মো. রফিক উদ্দিন চৌধুরী (ঘুড়ি)।
১১ নম্বর ওয়ার্ড : খন্দকার এনামুল হক (মিষ্টি কুমড়া), মোর্শেদ আকতার চৌধুরী (ঘুড়ি), মো. ইসমাইল (টিফিন ক্যারিয়ার), মো. নুরুল ইসলাম (রেডিও), মো. নুরুল হুদা চৌধুরী (ঠেলাগাড়ি), মো. সোহরাব হোসেন চৌধুরী (লাটিম)।
১২ নম্বর ওয়ার্ড : মো. আসলাম হোসেন (মিষ্টি কুমড়া), মো. নুরুল আমিন (রেডিও), মো. সাইফুল আলম (টিফিন ক্যারিয়ার), মো. সাবের আহম্মেদ (ঠেলাগাড়ি), শামসুল আলম (ঘুড়ি)।
১৩ নম্বর ওয়ার্ড : কাজী অতনু জামান (টিফিন ক্যারিয়ার), মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী (লাটিম), মো. জাহাঙ্গীর আলম (ঘুড়ি), মো. মাহামুদুর রহমান (রেডিও)।
১৪ নম্বর ওয়ার্ড : আবুল ফজল কবির আহমেদ (লাটিম), আবুল হাসনাত মো. বেলাল (ঘুড়ি) ও আবদুল হালিম (রেডিও)।
১৫ নম্বর ওয়ার্ড : চৌধুরী সায়েফুদ্দীন রাশেদ সিদ্দিকী (মিষ্টি কুমড়া) ও মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঘুড়ি)।
১৬ নম্বর ওয়ার্ড : সাইয়েদ গোলাম হায়দার মিন্টু (ব্যাডমিন্টন র্যাকেট), মো. নূর মোস্তফা টিনু (মিষ্টি কুমড়া), এ কে এম সালাউদ্দীন কাউসার লাভু (ঘুড়ি) ও মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও)।
১৭ নম্বর ওয়ার্ড : এ কে এম আরিফুল ইসলাম ডিউক (মিষ্টি কুমড়া), মোহাম্মদ শহিদুল আলম (ঘুড়ি), ও মোহাম্মদ সোয়েব খালেদ (রেডিও)।
১৯ নম্বর ওয়ার্ড : আজিজুর রহমান (ঘুড়ি), মো. ইয়াছিন চৌধুরী আছু (টিফিন ক্যারিয়ার), এসএম দিদারুল আলম (লাটিম), মো. আবদুল মান্নান (ঠেলাগাড়ি), মো. নুরুল আলম (মিষ্টি কুমড়া)।
২০ নম্বর ওয়ার্ড : মো. লিয়াকত আলী (মিষ্টি কুমড়া), চৌধুরী হাসান মাহমুদ হাসনী (ঠেলাগাড়ি), মোহাম্মদ রফিকুল আলম বাপ্পী (ঘুড়ি)।
২১ নম্বর ওয়ার্ড : আবু মোহাম্মদ মহসীন চৌধুরী (মিষ্টি কুমড়া) ও শৈবাল দাশ সুমন (ঠেলাগাড়ি)।
২২ নম্বর ওয়ার্ড : সাব্বির চৌধুরী (লাটিম), মোহাম্মদ সলিম উল্লাহ (ঘুড়ি), মো. আবদুল মালেক (মিষ্টি কুমড়া)।
২৩ নম্বর ওয়ার্ড : মোহাম্মদ জাবেদ (মিষ্টি কুমড়া) ও মোহাম্মদ মহসীন (ঘুড়ি)।
২৪ নম্বর ওয়ার্ড : এস এম ফরিদুল আলম (ব্যাডমিন্টন), নাজমুল হক ডিউক (ঠেলাগাড়ি), মোহাম্মদ রাশেদুল ইসলাম (লাটিম), মো. জাবেদ নজরুল ইসলাম (টিফিন ক্যারিয়ার), মো. রকিব উল আমীন (ঘুড়ি)।
২৫ নম্বর ওয়ার্ড : আব্দুস সবুর লিটন (টিফিন ক্যারিয়ার) ও এস এম এরশাদ উল্লাহ (লাটিম), শহীদ মো. চৌধুরী (ঘুড়ি)।
২৬ নম্বর ওয়ার্ড : মোহাম্মদ হোসেন (ঠেলাগাড়ি), মো. আজিজুর রহমান বাবুল (ঝুড়ি), মো. আবুল হাশেম (লাটিম), মো. ইমতিয়াজ সবুজ (টিফিন ক্যারিয়ার), মো. ইলিয়াছ (ঘুড়ি), মো. নাঈম উদ্দিন (ব্যাডমিন্টন র্যাকেট) ও মো. মহসীন আলী চৌধুরী (মিষ্টি কুমড়া)।
২৭ নম্বর ওয়ার্ড : এইচ এম সোহেল (ঘুড়ি), মোহাম্মদ ইসকান্দর মির্জা (রেডিও), মোহাম্মদ সেকান্দর (টিফিন ক্যারিয়ার) ও মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী (লাটিম)।
২৮ নম্বর ওয়ার্ড : এ বি এম মোস্তাফা কামাল (ঘুড়ি), এস এম জামাল উদ্দিন জসিম (লাটিম), নজরুল ইসলাম বাহাদুর (রেডিও), মোহাম্মদ আবদুল কাদের (ব্যাডমিন্টন র্যাকেট), মো. মনির উল্লাহ (মিষ্টি কুমড়া)।
২৯ নম্বর ওয়ার্ড : গোলাম মোহাম্মদ জোবায়ের (রেডিও), মোহাম্মদ সাজ্জাদ হোসেন (ঘুড়ি), মোহাম্মদ সালাহ উদ্দীন (মিষ্টি কুমড়া), মো. আজিজ উর রশিদ (ঝুড়ি)।
৩০ নম্বর ওয়ার্ড : আতাউল্লাহ চৌধুরী (ঘুড়ি), চৌধুরী জহির উদ্দীন মোহাম্মদ বাবর (মিষ্টি কুমড়া), হাবিবুর রহমান (রেডিও)।
৩২ নম্বর ওয়ার্ড : জহর লাল হাজারী (মিষ্টি কুমড়া), সুজিত সরকার (ঝুড়ি), নুর মোহাম্মদ লেদু (ঘুড়ি), মুহাম্মদ নোমান লিটন (লাটিম)।
৩৩ নম্বর ওয়ার্ড : এইছ এম হোসাইনুর রশিদ (লাটিম), মোহাম্মদ সাদেকুর রহমান (ঠেলাগাড়ি), মোহাম্মদ সালাহ উদ্দিন (ঘুড়ি), হাসান মুরাদ (মিষ্টি কুমড়া)।
৩৪ নম্বর ওয়ার্ড : অনুপ বিশ্বাস (মিষ্টি কুমড়া), পুলক খাস্তগীর (ঠেলাগাড়ি), বিজয় কৃষ্ণ দাশ (ঘুড়ি) ও মোহাম্মদ ইসমাইল বালি (লাটিম), মোহাম্মদ দিদারুল আলম (ব্যাডমিন্টন র্যাকেট)।
৩৫ নম্বর ওয়ার্ড : অ্যাডভোকেট তারিক আহমদ (মিষ্টি কুমড়া) ও হাজী নুরুল হক (ঘুড়ি)।
৩৬ নম্বর ওয়ার্ড : মো. মোর্শেদ আলী (লাটিম), মো. সাইফুল আলম চৌধুরী (রেডিও), মো. সাকির (ব্যাডমিন্টন র্যাকেট), মো. হারুন (টিফিন ক্যারিয়ার), হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী (ঘুড়ি)।
৩৭ নম্বর ওয়ার্ড : মোহাম্মদ এনামুল হক (রেডিও), মো. ইবনে মবিন ফারুক (লাটিম), মো. ওসমান (ঘুড়ি), মোহাম্মদ শফিউল আলম (ঝুড়ি), মোহাম্মদ আবদুল মান্নান (ঠেলাগাড়ি), মো. সালাউদ্দিন আহম্মদ (মিষ্টি কুমড়া), মেজবাহ উদ্দিন আহম্মদ মোর্শেদ (ব্যাডমিন্টন র্যাকেট)।
৩৮ নম্বর ওয়ার্ড : গোলাম মো. চৌধুরী (ঠেলাগাড়ি), মোহাম্মদ হাসান মুরাদ (ঘুড়ি), হানিফ সওদাগর (মিষ্টি কুমড়া)।
৩৯ নম্বর ওয়ার্ড : জিয়াউল হক সুমন (লাটিম) ও সরফরাজ কাদের (রেডিও)।
৪০ নম্বর ওয়ার্ড : আবদুল বারেক (ঠেলাগাড়ি), মো. নাছির আহামেদ (ব্যাডমিন্টন র্যাকেট), মোহাম্মদ হারুন (ঘুড়ি), মো. ফরিদুল আলম (লাটিম), ছালেহ আহম্মদ চৌধুরী (ঘুড়ি)।
৪১ নম্বর ওয়ার্ড : নুরুল আবছার (ঠেলাগাড়ি), মুহাম্মদ আবদুর রহীম (ঝুড়ি), মোহাম্মদ আলমগীর (ব্যাডমিন্টন র্যাকেট), মো. নুরুল আবছার (মিষ্টি কুমড়া), মো. ফজল করিম (রেডিও), মো. মনজুর আলম (লাটিম), মো. রফিক (টিফিন ক্যারিয়ার)।