চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ২৪ জন তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। যেহেতু একই সাথে মনোনয়ন জমা দানের সুযোগ রয়েছে তাই দ্বিতীয় দিনে মনোনয়ন জমা দিয়েছেন ১৮ জন। গতকাল সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। একই দিনে সহ সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দুই বর্তমান সহ সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। এছাড়া নতুন তিনজন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন তাহের উল আলম চৌধুরী স্বপন, এস এম শহীদুল ইসলাম এবং সৈয়দ আবুল বশর। এস এম শহীদুল ইসলাম আবার অতিরিক্ত সাধারণ সম্পাদক পদেও মনোনয়ন জমা দিয়েছেন। তবে তাহের উল আলম চৌধুরী স্বপন অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেও তিনি কেবল সহ সভাপতি পদেই জমা দিয়েছেন। এই পদে আরেকজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি হলেন আমিনুল ইসলাম। তিনি আবার যুগ্ম সম্পাদক পদেও মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে আরো দুজন গতকাল মনোনয়ন জমা দিয়েছেন।
তারা হলেন অহীদ সিরাজ চৌধুরী স্বপন এবং এস এম ইকবাল মোরশেদ। সাধারণ সদস্য পদেও এস এম ইকবাল মোরশেদ মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে অন্য যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন প্রবীন কুমার ঘোষ, সাইফুল ইসলাম খান, আখতারুজ্জামান এবং মোঃ ইকবাল পারভেজ। এছাড়া সংরক্ষিত উপজেলা পর্যায়ের সদস্য পদের জন্য মনোনয়ণ জমা দিয়েছেন জাফর ইকবাল এবং মোঃ জাহিদুল ইসলাম।
এছাড়া গতকাল যারা মনোনয়ন পত্র গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছে সহ সভাপতি পদে এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, এস এম শহীদুল ইসলাম, সৈয়দ আবুল বশর এবং মোঃ হাফিজুর রহমান। যুগ্ম সম্পাদক পদে চারজন গতকাল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন আ.ন.ম ওয়াহিদ দুলাল, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এবং হাসান মুরাদ। কোষাধ্যক্ষ পদে গতকাল একজনই মনোনয়ন গ্রহন করেছেন। তিনি হলেন আ.ন.ম. ওয়াহিদ দুলাল। এছাড়া গতকাল ১২ সাধারন সদস্য পদের জন্য মনোনয়ন পত্র গ্রহন করেছেন। তারা হলেণ মোহাম্মদ দিদারুল আলম, সিরাজুল ইসলাম, মোঃ এনামুল হক, মোঃ মোমিনুল হক, কল্লোল দাশ, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, দিদারুল আলম মাসুম, সাইফুল্লাহ চৌধুরী এবং মোহাম্মদ হাসান মুরাদ। এছাড়া সংরক্ষিত (উপজেলা) সদস্য পদের জন্য দুজন মনোনয়ন পত্র গ্রহন করেছেন। তারা হলেন মোঃ জাহিদুল ইসলাম এবং প্রদীপ কুমার ভট্টচার্য্য।
আজ নির্বাচনের শিড়িউল মোতাবেক মনোনয়ন পত্র গ্রহনের শেষ দিন। একই সাথে মনোনয়ন দেওয়াও যাবে। তবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। গত দুই দিনে মোট ৭৩ জন প্রার্থী বিভিন্ন পদে তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেছেন। যেখানে অবশ্য এক প্রার্থী একাধিক পদে মনোনয়ন নিয়েছেন।