সাধনপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড আ.লীগের সম্মেলন

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩৮ অপরাহ্ণ

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন বাণীগ্রামস্থ একটি কমিনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাদুর রশীদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম।

প্রধান বক্তা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, বিশেষ অতিথি ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দীন হায়দার। বক্তব্য রাখেন মো. ইসমাইল, ফেরদৌসুল হক, করুণাময় ভট্টাচার্য, মো. ইলিয়াছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারী ক্লাব চিটাগাং হেরিটেইজের স্তন ক্যান্সার সচেতনতায় র‌্যালি
পরবর্তী নিবন্ধআজ বাকবিশিস-চট্টগ্রামের কৃতী শিক্ষক সংবর্ধনা