সাদার্ন ইউনিভার্সিটির ২৯তম একাডেমিক কাউন্সিলের সভা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণদের ডিগ্রি অনুমোদন, সমাবর্তন নিয়ে আলোচনা, একাডেমিক পারফর্মেন্স রিপোর্ট, মাস্টার্স প্রোগ্রামের রিভাইসড পাঠ্যক্রম কাঠামোর অনুমোদন, স্নাতক একাডেমিক অর্ডিনেন্সের অনুমোদন, স্ব-শরীরে পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম পরিচালনার অনুমোদন, বিভিন্ন অনুষদ ও বিভাগে অতিরিক্ত সেকশন চালু ও পুনঃভর্তি অনুমোদনসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ২৮তম একাডেমিক কাউন্সিলের গৃহীত প্রস্তাবগুলো পাশ হয়।
উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, একাডেমিক কাউন্সিলের সদস্য ও চ বি শিক্ষক অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. শওকতুল মেহের, অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।