সাদার্ন ইউনিভার্সিটিতে মুজিববর্ষ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:১৮ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও সাদার্ন ডে উদ্‌যাপন উপলক্ষে সাদার্ন ইউনিভার্সিটি আয়োজিত মুজিববর্ষ ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ভার্সিটির আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারের স্বাস্থ্য বিধি মেনে শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাই ক্যারম, ব্যাডমিন্টন, দাবা, ডার্টসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। কর্মকর্তাদের ক্যারম এককের ফাইনালে উঠেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের এডমিন অফিসার মো. আরশাদ ও লাইব্রেরি ইনচার্জ দিদারুল ইসলাম। সেমিফাইনালে আরশাদ সরাসরি সেটে আইন বিভাগের মঞ্জুর মোরশেদ চৌধুরীকে এবং দিদার মেনটেইনেন্স বিভাগের ইঞ্জিনিয়ার শ্যামল কুমার হালদারকে পরাজিত করেন। এর আগে অফিস সহকারীদের ক্যারম এককে ব্যবসায় প্রশাসনের মোহাম্মদ তৌহিদ ফাইনালে মেনটেইনেন্স বিভাগের সমর সর্দারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর সাদার্ন ডে উপলক্ষে সাদার্ন ভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এক প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে মুজিব জন্মশতবার্ষিকী ও সাদার্ন ডে ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপের ক্রিকেটারদের করোনা পরীক্ষা আজ
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাই খেলতে কাতার গেল বাংলাদেশ ফুটবল দল