সাদার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন ফেস্ট এর অফিস সহকারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন জামাল। বৃহষ্পতিবার বিকেলে আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় ফাইনাল ম্যাচে জামাল ২-১ সেটে রাসেলকে পরাজিত করে। আগামী মঙ্গলবার এডমিন ক্যাটাগরির ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ইইই বিভাগের জাহিদের মুখোমুখি হবেন সাবেক চ্যাম্পিয়ন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আজম। এরপর শুরু হবে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ইভেন্ট। সাদার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন ফেস্টে অংশগ্রহণে আগ্রহী ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদেরকে স্ব স্ব বিভাগের মাধ্যমে নাম তালিকাভুক্ত করার জন্য সাদার্ন স্পোর্টস সেন্টারের ইনচার্জ সাইফুল্লাহ্ চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।