সাতকানিয়ায় দশম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৌশিক বড়ুয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত রবিবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেছেন।
ভুক্তভোগীর মা বলেন, ঘটনার দিন বিকালে আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে আমি তাকে নিয়ে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে যাই। সেখানে ডাক্তার আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করান। ফলে ওইদিন রাতে আমাকে অসুস্থ স্বামীর সাথে হাসপাতালে থাকতে হয়।
এদিকে, আমার মেয়ে একা থাকার বিষয়টি জানতে পেরে একই এলাকার অভয় বড়ুয়ার পুত্র কৌশিক বড়ুয়া বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে। পরে বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা তাকে আটক করে এবং কৌশিকের আত্মীয়-স্বজন আমার বাড়িতে আসে। তারা সামাজিকভাবে বিষয়টি সমাধান করার কথা বলে তাকে নিয়ে যায়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।










