সাতকানিয়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

খাগরিয়া ইউপি চেয়ারম্যানের বসতঘরে হামলা-গুলি ছোড়ার মামলা

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:৩৭ অপরাহ্ণ

সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেনের বসতঘরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসীম উদ্দিনসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার খাগরিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন সময়ে খাগরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আখতার হোসেনের বসতঘরে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত বেশ কয়েকজন আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

আজ এলাকায় অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই আবু বকর, মো. ইকরাম উজ্জামান, মো. জামাল হোসেন ও এএসআই মো. আবুল কালামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো খাগরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মজিদের পাড়ার মৃত নেয়াজুর রহমানের পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জসীম উদ্দিন (৫৪), একই এলাকার মৃত ছালেহ আহমদের পুত্র মো. রফিক প্রকাশ ডাকাত রফিক (৪৪), মৃত ছালেহ আহমদের পুত্র আবদুল গফুর প্রকাশ ডাকাত গফুর (৫২), মৃত শফিকুল ইসলামের পুত্র তৌহিদুল ইসলাম (২৭) ও খাগরিয়া আকবর পাড়ার মৃত নেয়াজুর রহমানের পুত্র মো. ফোরকান (৪২)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিনসহ গ্রেফতার পাঁচ আসামীর বিরুদ্ধে চেয়ারম্যান আখতার হোসেনের বসতঘরে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এছাড়াও প্রত্যেক আসামীর বিরুদ্ধে ৭-৮টি করে মামলা রয়েছে। গ্রেফতার আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়ল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আখ ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার