সাতকানিয়ার নলুয়ায় নির্বাচনী সহিংসতায় শিশু মো. তাসিফ উদ্দিন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশু তাসিফের বাবা জসীম উদ্দিন বাদি হয়ে সাতকানিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এছাড়া বাজালিয়ায় প্রতিপক্ষের গুলিতে আবদুস শুক্কুর নিহত হওয়া এবং বিভিন্নস্থানে গোলাগুলির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, নলুয়ায় ভোটের দিন দায়ের কোপে শিশু তাসিফ নিহত হওয়ার ঘটনায় তার বাবা বাদি হয়ে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বাজালিয়ায় গুলিতে আবদুস শুক্কুর নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ভোটের দিন খাগরিয়াসহ বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপরাধ) জাকির হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নলুয়া ও খাগরিয়াসহ সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান জানান, গত মঙ্গলবার অস্ত্রসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তারের ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার জসিম উদ্দিন ভোটের দিন খাগরিয়া এলাকায় গোলাগুলির ঘটনায় জড়িত ছিল। এছাড়াও বিভিন্ন স্থানে গুলির ঘটনায় জড়িত ১২-১৪ জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাদেরকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।











