সাতকানিয়ায় মায়া হরিণ উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ায় পাহাড়ি এলাকায় পাচারকারীদের হাত থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সোমবার বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কুতুব পাড়ার নিকটবর্তী পাহাড়ি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল সকালে একদল পাচারকারী সাতকানিয়ার সোনাকানিয়া ও লোহাগাড়ার বড়হাতিয়ার পাহাড়ি এলাকায় হরিণ ধরার জন্য ফাঁদ বসায়। বিষয়টি স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য জসিম উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়াকে জানান।

এরপর বন বিভাগের লোকজন পাচারকারীদের খোঁজ শুরু করে। গতকাল বিকাল চারটার দিকে পাচারকারীরা একটি মায়া হরিণকে রশি দিয়ে পা বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়ার সময় কুতুব পাড়ার পাশের পাহাড়ি এলাকায় বন বিভাগের লোকজনের সামনে পড়ে যায়। তখন পাচারকারীরা হরিণটি ফেলে পালিয়ে যায়। পরে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা মায়া হরিণটি উদ্ধার করে মাদার্শা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, আমরা হরিণটি উদ্ধার করে নিয়ে আসি। এটি পুরুষ মায়া হরিণ। হরিণটির বয়স দেড় থেকে দুই বছর হবে। এটির ওজন আট কেজি। উদ্ধারকৃত মায়া হরিণটি মঙ্গলবার (আজ) রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কে নিয়ে যাওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধশীতার্ত মানুষের কষ্ট লাঘবে সবার এগিয়ে আসা উচিত
পরবর্তী নিবন্ধআল-হেরা আইডিয়াল মাদরাসা পাগড়ী প্রদান অনুষ্ঠান