সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের লাখ টাকা জরিমানা আদায়

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৯:৩৭ অপরাহ্ণ

কঠোর লকডাউন অমান্য করে দোকান খোলা, স্বাস্থ্যবিধি অমান্য করা এবং মুদির দোকানে মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে সাতকানিয়ায় ৪৫টি মামলায় ১ লক্ষ ৩ হাজার ৪শ’ ৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “আমরা সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কেরানীহাট, মৌলভীর দোকান, বুড়ির দোকান, বাজালিয়া, ধর্মপুর, দেওদিঘী বাজার, মির্জারখীল বাজার ও সাতকানিয়া পৌরসভারসহ বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেছি। এসময় দোকান খোলা রাখা, ঘরকে দোকান বানিয়ে ভাত বিক্রি, মুদির দোকানে মূল্য তালিকা না থাকা, মাস্ক না পরা সহ স্বাস্থ্যবিধি অমান্য করায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।”
তিনি আরো জানান, জরিমানার পাশাপাশি এলাকায় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি এবং লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে পাহাড় ধসে ৩ বসতঘর নদীতে
পরবর্তী নিবন্ধটানা দুই দিনের বর্ষণে পেকুয়ায় অর্ধশত গ্রাম প্লাবিত