সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত ১৪ নভেম্বর দিবসটি উপলক্ষে এক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল মিলনায়তনে চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল কালাম সামশুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সৈয়্যদ আবদুল্লাহ ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. ওসমান, আবদুস শুক্কুর, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, মো. সানাউল্লাহ, কামাল উদ্দীন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, ডা. ফরহাদ কবির, ডা. সৈয়্যদ আবদুল্লাহ, ডা. জান্নাতুল নাঈম জেকি, ডা. ফাতেমাতুজ জোহরা প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, ২০০৩ সালে সাতকানিয়ায় এই হাসপাতালটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডায়াবেটিক চিকিৎসার পাশাপাশি গাইনি, ডেলিভারি, মেডিসিনসহ বিভিন্ন রোগীদের নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












