সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার নলুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিন দেশপ্রেমিক সেনা ও জনতা জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়েছিল। সমাবেশে সভাপতিত্ব করেন নলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু ছৈয়দ রনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল কবির বাদশা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি নেতা ডা. রানা, সরওয়ার, সালাম, লোকমান, ছাবের, এমরান ও দিদার। এছাড়া উপজেলা যুবদল নেতা আবু তৈয়ব রানা, জামাল হোসেন, কৃষকদল নেতা হামিদুল ইসলাম, জাহাঙ্গীর, দক্ষিণ জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জিসান আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ইদ্রিস ইমন ও জমির উদ্দীন, সাতকানিয়া উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব হামিদুল ইসলাম, জাহাঙ্গীর, জিসান আহমেদ, রাশেদ, মামুন, ইদ্রিস ইমন, মোহাম্মদ জিমন, জাফর আহমদ চৌধুরী, মো. রাকিব, আছিফ, রাকিব, হাবিব, সাইফুল ইসলাম, মোহাম্মদ আজিজ। এতে বক্তারা বলেন, ৭ই নভেম্বর বিএনপির কাছে জাতীয়তাবাদী চেতনার প্রতীক দিবস। সামপ্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে এমন কর্মসূচি দলটির সাংগঠনিক সক্রিয়তারই প্রতিফলন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানোর মধ্য দিয়ে বিএনপি তৃণমূল পর্যায়ে নতুন করে ঐক্য ও গতিশীলতা ফিরিয়ে আনার বার্তা দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।









