বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উদ্যোগে অবৈধ বিদ্যুৎ গ্রাহক ও বকেয়া খেলাপী গ্রাহকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গত বৃহস্পতিবার দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের অধীন সাতকানিয়ার ধর্মপুর ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ আদালত চট্টগ্রাম দক্ষিণের ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন (যুগ্ম জেলা জজ)। অভিযানে প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিলের বিপরীতে ১৪টি মামলা দায়ের করা হয়। একই সাথে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের নিকট থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. আরাফাত হোসাইন, বিতরণ বিভাগ পটিয়ার সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানসহ উক্ত দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।